মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

পরীমণিকে ফের রিমান্ডে নিতে চায় সিআইডি

| প্রকাশিতঃ ১৮ অগাস্ট ২০২১ | ২:৩৫ অপরাহ্ন


ঢাকা : মাদক মামলায় কারাবন্দি আলোচিত চিত্রনায়িকা পরীমণিকে ফের পাঁচ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে সিআইডি। বৃহস্পতিবার (১৯ আগস্ট) রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস-এর আদালতে জামিন শুনানির দিন ধার্য ছিল।

শুনানির শুরুতে রাষ্ট্রপক্ষ বলেন, পরীমণি’র ফের পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার তার উপস্থিতিতে রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। বিচারক বলেন, যেহেতু তার রিমান্ড আবেদন আছে সেহেতু আইনগতভাবে জামিন শুনানি হয় না। এরপর পরীমণি’র আইনজীবী জামিন আবেদন প্রত্যাহার করে নেন। বৃহস্পতিবার পরীমণি’র জামিন আবেদন করবেন বলে জানান আইনজীবী মুজিবুর রহমান।

এর আগে সোমবার (১৬ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম (সিএমএম) রেজাউল করীম চৌধুরী’র আদালতে আইনজীবী মুজিবুর রহমান পরীমণি’র জামিন আবেদন করেন। পরে শুনানির জন্য আদালত বুধবার দিন ধার্য করেন।

গত ১৩ আগস্ট দুই দফায় ছয় দিনের রিমান্ড শেষে পরীমণি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডি’র পরিদর্শক গোলাম মোস্তফা। আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ আগস্ট অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় তার বাসা থেকে নতুন মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়।