চট্টগ্রাম : আকরাম খান, মিনহাজুল আবেদীন নান্নু, তামিম ইকবাল ও নাফিজের মত অনেক দেশসেরা ক্রিকেটারই উঠে এসেছেন চট্টগ্রামের মাটি থেকে। ক্রিকেটে বরাবরই এগিয়ে চট্টগ্রাম। তবে খেলোয়াড় উঠে আসলেও এতদিন অভাব ছিল বিশ্বমানের ক্রীড়াসামগ্রীর। ভাল মানের ক্রীড়াসামগ্রী পেতে খেলোয়াড়দের ছুটতে হত ঢাকায় নয়তো ধর্ণা দিতে হত আর্ন্তজাতিক অনলাইন শপগুলোতে।
এবার সে অভাব ঘুঁচিয়ে দিতে চট্টগ্রামে যাত্রা শুরু করল আন্তর্জাতিক ব্যান্ড শপ ’গুড বাই’। যেখানে এসিকস, নিউ ব্যালেন্স ব্যান্ড থেকে শুরু করে নাইকি, পুমাসহ সব ধরনের আন্তর্জাতিক মানের স্পোর্টস ফুটওয়্যার পাওয়া যাবে। এছাড়াও মিলবে নানা ধরনের বিশ্বমানের ক্রীড়াসামগ্রীও।
উদ্যোক্তারা জানান, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যসহ বিশ্বের নানা দেশের নামীদামী ক্রীড়াসামগ্রী নিয়ে চট্টগ্রামে এটিই প্রথম আন্তর্জাতিক মানের আউটলেট।
নগরীর খেলাধূলার প্রাণকেন্দ্র এম এ আজিজ স্টেডিয়ামের পাশেই এ্যাপোলো শপিং সেন্টারে খোলা হয়েছে দেশের সর্বপ্রথম ‘গুড বাই’ শপের আউটলেট।
মঙ্গলবার রাতে ফিতা কেটে আউটলেটটির উদ্বোধন করেন খ্যাতনামা ক্রিকেট কোচ ও ক্রীড়া সংগঠক তপন দত্ত। এসময় চট্টগ্রাম ও দেশের নামীদামী ক্রিকেটাররা উপস্থিত ছিলেন।
উদ্যোক্তারা জানান, ভাল খেলোয়াড় তৈরির ক্ষেত্রে ভাল ক্রীড়াসামগ্রীর কোনো বিকল্প নেই।
এতদিন চট্টগ্রামে যেটির অভাব ছিল সেটিই পূরণ করবে ‘গুড বাই’-এর এ আউটলেটটি।
আউটলেটের সত্ত্বাধিকারী বাংলাদেশী বংশোদ্ভূত মার্কিন যুক্তরাস্ট্রের নাগরিক আবু হায়াত রিয়াদ জানান, মার্কিন যুক্তরাস্ট্রের মেরিল্যান্ডে অবস্থিত মূল কার্যালয় থেকে আউটলেটটি পরিচালনা করা হবে।
এর আগে কেবলমাত্র্র অনলাইনের মাধ্যমে বাংলাদেশী ক্রেতাদের কাছে ক্রীড়াসামগ্রী পৌঁছে দিত প্রতিষ্ঠানটি। জনপ্র্রিয়তা বাড়ায় এবং বাংলাদেশে এর পণ্যের ব্যাপক চাহিদা তৈরি হওয়ায় আউটলেটটি খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান এর সত্ত্বাধিকারী। চট্টগ্রামে আউটলেটটির তত্ত্বাবধান করবেন প্রথম শ্রেণীর ক্রিকেটার মাকসুদুল হাসন রাহাত।
তিনি জানান, দেশের যে কোনো প্রান্তের ক্রেতারা আউটলেটের পাশাপাশি অনলাইনে অর্ডার করেও পণ্য বুঝে পাবেন। ভবিষ্যতে রাজধানীসহ দেশের বিভাগীয় শহরগুলোতেও ক্রীড়াপ্রেমীদের জন্য আউটলেট খোলার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।