শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

বাংলাদেশ সফর নিয়ে শঙ্কা দূর করল অস্ট্রেলিয়া!

| প্রকাশিতঃ ১০ মে ২০১৭ | ৯:০৮ অপরাহ্ন

ঢাকা: ‘বাংলাদেশ সফর এখনো চূড়ান্ত নয়’। দুই দিন আগে প্রকাশিত এই সংবাদে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফরের ভাগ্য নিয়ে নতুন করে জাগিয়ে তুলেছিল শঙ্কা। তবে দ্রুতই সেই শঙ্কাটা দূর করে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড নিশ্চিত করলেন অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর প্রায় চূড়ান্ত পর্যায়ে। বললেন, ‘সফরের বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েই আছে। কেবল নিরাপত্তা ব্যবস্থাপনার কিছু কাজ এবং সূচি নির্ধারণই বাকি।’

বাংলাদেশ সফরে আসা নিয়ে টালবাহানা কম করেনি অস্ট্রেলিয়া। এটিপি বার্ষিক সূচি অনুযায়ী অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরে আসার কথা ছিল ২০১৫ সালে। কিন্তু নিরাপত্তার অজুহাত তুলে অস্ট্রেলিয়া সফরটি বাতিল করে দেয়। নিরাপত্তার দোহাই দিয়েই ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও দল পাঠায়নি অস্ট্রেলিয়া! চলতি বছরের সফর নিয়েও অনেক টালবাহানা করেছে অস্ট্রেলিয়া। টেস্ট বাদ দিয়ে দাবি তুলেছিল শুধুই ওয়ানডে সিরিজ খেলার। কিন্তু বিসিবি ক্রিকেট অস্ট্রেলিয়ার সেই প্রস্তাবে রাজি হয়নি।

অবশেষে গত এপ্রিল মাসে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করে বলেন, আগস্টেই বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া। কিন্তু দুদিন আগে হঠাৎই খবর বেরোয়, বাংলাদেশ সফর এখনো ‘চূড়ান্ত নয়’। যে খবরটি অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে তৈরি হয় উদ্বেগ। কিন্তু সাদারল্যান্ডের কথায় সেই উদ্বেগের মেঘ কেটে যাওয়ারই কথা। ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা খুঁটিনাটি সব বিষয় নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা আনন্দিত যে, আমরা এখন এমন একটা জায়গায় দাঁড়িয়ে, যেখানে থেকে ছোটখাট বিষয়গুলো চূড়ান্ত করাই কেবল বাকি।’

নিরাপত্তার বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়রে সঙ্গেও কাজ করছে বলে জানিয়েছেন সাদারল্যান্ড, ‘এখনো পর্যন্ত আমাদের যা অভিজ্ঞতা, তাতে যথাসময়ে এই সফর হওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। এখন শুধু নিরাপত্তা বিষয়ক কিছু বিষয় চূড়ান্ত করা বাকি। স্বাগতিক বাংলাদেশের ক্রিকেট বোর্ড যখন নিরাপত্তার বিষয় ও সফরের সময়সূচি চূড়ান্ত করবে, আমাদের পক্ষ থেকেও চূড়ান্তভাবে সফর আয়োজনের কাজ শুরু হবে।’

উল্লেখ্য সফরে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের দুটি টেস্ট খেলার কথা। ২০০০ সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর থেকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষেই সবচেয়ে কম টেস্ট খেলেছে। মাত্র ৪টি। যার সর্বশেষটি সেই ২০০৬ সালে।