বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্প

| প্রকাশিতঃ ৬ ফেব্রুয়ারী ২০২৩ | ৮:৫৪ পূর্বাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে বড় ধরনের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) বরাত দিয়ে বার্তা সংস্থা সিনহুয়া এ তথ্য জানিয়েছে।

ইউএসজিএসের তথ্য অনুযায়ী, আজ সোমবার স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৭টা ১৭ মিনিট) তুরস্কের নুরদাগি এলাকা থেকে ২৩ কিলোমিটার পূর্বে এই ভূমিকম্প অনুভূত হয়।

ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের ২৪ দশমিক ০৭৫ কিলোমিটার গভীরে ছিল বলে প্রাথমিকভাবে জানিয়েছে ইউএসজিএস।