সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

পারফরম্যান্স বোনাস অবৈধ ঘোষণা হাইকোর্টের

| প্রকাশিতঃ ১৬ মার্চ ২০২৩ | ১২:০৭ অপরাহ্ন


ঢাকা : ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে তিনটি মূল বেতনের সমপরিমাণ পারফরম্যান্স বোনাস হিসেবে প্রণোদনা দেওয়ার ঘোষণা অবৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে, ঢাকা ওয়াসার কর্মকর্তা-কর্মচারীদের সাড়ে তিনটি মূল বেতনের সমপরিমাণ অর্থ উৎসাহ বা পারফরম্যান্স বোনাস হিসেবে প্রণোদনা দেওয়ার ওপর ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছিলেন হাইকোর্ট। কনজুমার অ্যাসেসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) চেয়ারম্যান স্থপতি মোবশ্বের হোসেনের করা রিটের প্রাথমিক শুনানি করে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল।