
খেলাধুলা ডেস্ক : কনমেবল বিচ সকার কোপা আমেরিকা-২০২৩ এর এর ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই লাতিন পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। যেখানে শেষ হাসি হেসেছে সেলেসাওরা। রোজারিওতে অনুষ্ঠিত ফাইনালে আর্জেন্টিনাকে ১৩-৫ গোলে হারিয়ে বিচ সকার কোপা আমেরিকার শিরোপা নিজেদের করে নিয়েছে ব্রাজিল।
বাংলাদেশ রোববার (১৯ মার্চ) দিবাগত রাত ১টায় হাইভোল্টেজ এই ফাইনালে মুখোমুখি হয়েছিল চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচের পুরোটা সময় দারুণ খেলা সেলেসাওরা এই জয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল।
এদিকে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় থাকা ফাইনালের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিলিয়ানরা। যার ফলস্বরূপ ফিলিপের দুই, জে লুকাস, এডসন হাল্ক ও জর্ডানের এক গোল ভর করে প্রথমার্ধেই ৫-০ গোলের লিড পায় সেলেসাওরা।