বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর বিমান হামলার দাবি যুক্তরাষ্ট্রের

| প্রকাশিতঃ ২৪ মার্চ ২০২৩ | ৩:০১ অপরাহ্ন


আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীর ওপর একাধিক বিমান হামলা চালানোর দাবি করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বৃহস্পতিবার রাতে এই হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে পেন্টাগন জানায়, ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এর আগে একটি ড্রোন হামলা চালায় যাতে যুক্তরাষ্ট্রের একজন ঠিকাদার নিহত হয় এবং সামরিক বাহিনীর পাঁচ সদস্যসহ ৬ জন আহত হয়। মার্কিন এই হামলা উত্তর-পূর্ব সিরিয়ার হাসাকেহ-এর কাছে মার্কিন নেতৃত্বাধীন জোটের ঘাঁটিতে সেই হামলার প্রতিশোধ হিসেবে ছিল।

মার্কিন গোয়েন্দারা মনে করছেন, হামলাকরী সেই ড্রোনটি ইরানের ছিল। মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিনের মতে, ইরান সমর্থিত সেই সেই গোষ্ঠীটি ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) কর্পসের সঙ্গে সম্পর্কযুক্ত।

এক বিবৃতিতে অস্টিন বলেছেন, ‘এই হামলা চালানো হয়েছে এবারের ড্রোন হামলাসহ সিরিয়ার মিত্র বাহিনীর ওপর আইআরজিসির সাম্প্রতিক হামলাগুলোর প্রতিক্রিয়াস্বরুপ।’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছ থেকে এই হামলার নির্দেশনা এসেছে বলেও জানান অস্টিন। বলেছেন, ‘বাইডেন স্পষ্ট করে বলে দিয়েছেন, আমরা আমাদের জনগণকে রক্ষায় প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা নিব এবং দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রতিক্রিয়া জানাব।’

যদিও তাৎক্ষণিকভাবে কোনো মার্কিন হামলার কথা স্বীকার করেনি সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা। মন্তব্য করতে রাজি হয়নি জাতিসংঘে সিরিয়ার মিশনও। হামলার বিষয়ে ইরান থেকেও কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত পাওয়া যায়নি।

মার্কিন প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, ইরান সমর্থিত সেই গোষ্ঠীর ড্রোন হামলায় আহত সৈন্যদের মধ্যে দুইজনকে সিরিয়ার ঘাঁটিতে চিকিৎসা দেয়া হয়েছে। অন্য তিনজন আহত সৈন্য এবং ঠিকাদারকে ইরাকের একটি কোয়ালিশন চিকিৎসা কেন্দ্রে সরিয়ে নেয়া হয়েছে।