সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

আ.লীগ নেতাকে লাঞ্ছিত করা সেই চেয়ারম্যান স্বপদে বহাল

| প্রকাশিতঃ ৬ এপ্রিল ২০২৩ | ১১:৩৫ অপরাহ্ন


পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় আওয়ামী লীগ নেতাকে গাছে বেঁধে মারধর করার ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর পদ হারানো হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমকে স্বপদে বহাল রাখতে আদেশ দিয়েছেন উচ্চ আদালত।

বৃহস্পতিবার হাইকোর্টের একটি বেঞ্চে বিএম জসিমের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মোহাম্মদ ওসমান, আইনজীবী মমতাজ উদ্দিন ফকির ও আইনজীবি মো. হাসান আরিফ। রাষ্ট্রপক্ষের হয়ে শুনানিতে অংশগ্রহণ করেন ডেপুটি এর্টনি জেনারেল তুষার কান্তি রায়।

জানা যায়, ২০২২ সালের ২৯ এপ্রিল পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের ব্যানারে চেয়ারম্যানের নাম না থাকাকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে চেয়ারম্যানের লোকজন মেরে রক্তাক্ত করে গাছে বেঁধে রাখেন। সেদিন ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ভাইরাল হয়। সেদিন এ ঘটনায় জিতেন কান্তির ভাই তাপস কান্তি গুহ বাদী হয়ে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিম গ্রেপ্তার হয়ে কারাভোগ করেন। বর্তমানে তিনি জামিনে আছেন।

জিতেন কান্তি গুহকে মারধরের ঘটনায় ইতোমধ্যে মামলার তদন্তকারী কর্মকর্তা পটিয়া থানার উপ-পরিদর্শক সনজয় কুমার ঘোষ ১৭ জনের বিরুদ্ধে আদালতে একটি প্রতিবেদনও জমা দিয়েছেন।

এদিকে, ইউপি চেয়ারম্যানের অনুপস্থিতিতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম ব্যাহত হওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন প্যানেল চেয়ারম্যান নিয়োগের জন্য গত বছরের ৮ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি আবেদন করেন। এর প্রেক্ষিতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপসচিব একেএম মিজানুর রহমান এক অফিস আদেশের মাধ্যমে বিএম জসিমকে বরখাস্ত করে পরবর্তীতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আবদুর রাজ্জাককে (ইউপি মেম্বার) দায়িত্ব প্রদান করেন।

পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল মামুন একুশে পত্রিকাকে বলেন, আমরা এখনো আদেশের কপিটা হাতে পাইনি। অফিসিয়ালি আদেশটি হাতে পাওয়ার পর দেখে পরবর্তী ব্যাবস্হা নেয়া হবে।

রিট শুনানিতে অংশ নেওয়া হাইকোর্টের ব্যারিষ্টার মোহাম্মদ ওসমান একুশে পত্রিকাকে বলেন, শুনানি শেষে বৃহস্পতিবার পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের স্বপদে বহাল রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুর রাজ্জাক একুশে পত্রিকাকে বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমকে স্বপদে বহাল করা হয়েছে বলে শুনেছি। এর বেশি কিছু জানি না।