চট্টগ্রাম: মুনাফালোভী অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন।
শুক্রবার দুপুরে নগরীর ফকিরহাটে ভর্তুকি মূল্যে ভোগ্যপন্য বিক্রি কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানান।
মেয়র বলেন, অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভে কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য বাড়িয়ে রোজাদারদের কষ্ট দিচ্ছে। রোজাদারদের জিম্মি করে অসৎ ব্যবসায়ীরা আল্লাহর এবং আল্লাহর রাসুলের নির্দেশনার প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে। যা ক্ষমাহীন অপরাধ। এ সকল মুনাফালোভী অসাধু ব্যবসায়ী ও কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
প্রসঙ্গত চট্টগ্রাম-১১ আসনের সাংসদ এম.এ লতিফ এর উদ্যোগে নগরীর ২০০ টি পয়েন্টে ভর্তুকি মূল্যে ভোগ্যপন্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। প্রতি কেজি আতপ ও সিদ্ধ চাউল ১৫ টাকা, প্রতি কেজি চিনি ৪০ টাকা এবং প্রতি কেজি বুট ৩০ টাকা দরে বিক্রী করা হচ্ছে।
এ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের উপদেষ্টা সফর আলী, শেখ মাহমুদ ইসহাক, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহববুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি নুরুল আলম, শ্রমিক নেতা আবদুল মতিন মাষ্টার প্রমুখ।