বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

রাঙ্গুনিয়া স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি দেলোয়ার হোসেন

| প্রকাশিতঃ ১৪ অগাস্ট ২০২৩ | ১১:১৫ অপরাহ্ন

চট্টগ্রাম : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রাঙ্গুনিয়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেলেন সহ-সভাপতি মো. দেলোয়ার হোসেন।

১২ আগস্ট চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এরাদুল হক নিজামী ভুট্টু ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন রিয়াজ স্বাক্ষরিত এক বিবৃতিতে মো. দেলোয়ার হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি ঘোষণা করা হয়।

এর আগে মো. দেলোয়ার হোসেন সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন। উপজেলা সভাপতি নাছির উদ্দীন রিয়াজ উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দেলোয়ারকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনটির একাধিক নেতা।

ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়ে শতাধিক নেতা-কর্মীর বহর নিয়ে ১৪ আগস্ট আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের প্রয়াত পিতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের কবর জিয়ারত করতে যান মো. দেলোয়ার।

এ সময় সংক্ষিপ্ত আলোচনায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমি রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পেয়েছি। এজন্য রাঙ্গুনিয়ার আপামর জনতার অভিভাবক, আমার প্রাণপ্রিয় নেতা, বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানী, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়ের প্রতি অপরিসীম কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ চট্টগ্রাম উত্তর জেলা শাখার সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকের প্রতি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি অঙ্গীকার করছি, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগকে এগিয়ে নেওয়ার জন্য মৌলবাদ, জামায়াত-শিবিরসহ সকল ধরণের অপশক্তির বিরুদ্ধে সর্বদা মাঠে থাকবো।’

তিনি আরও বলেন, আমার রাজনৈতিক জীবনে ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে খালেদা-নিজামীর জোট সরকারের বিরুদ্ধে রাজপথে সক্রিয় ছিলাম। এক-এগারোর সময় ঘরোয়া রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছি। ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে জননেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়কে বিজয়ী করতে ভূমিকা রেখেছি। ৫ জানুয়ারি বিএনপি-জামায়াতে অগ্নি সন্ত্রাসীর বিরুদ্ধে রাজপথে সোচ্চার থেকেছি। ২০১৮ সালের নির্বাচনেও দলের হয়ে সর্ব্বোচ্চ ভূমিকা পালন করেছি। তদ্রুপ আগামি ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনেও উপজেলার তৃণমূল স্বেচ্ছাসেবক লীগের প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার মাধ্যমে প্রিয়নেতা ড. হাছান মাহমুদ এমপি মহোদয়কে পুনরায় বিজয়ী করে ঘরে ফিরবো, ইনশাআল্লাহ। আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমার উপর অর্পিত এ পবিত্র দায়িত্ব সুন্দর-সুচারুপে পালন করতে পারি।’

এদিকে মো. দেলোয়ার হোসেন ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে।
উপজেলা আওয়ামী লীগের একাধিক নেতা বলছেন, দেলোয়ার একজন সৎ ও পরিচ্ছন্ন নেতা। দল ও আদর্শের ব্যাপারে তার কোনো আপস নেই। দলের সু-সময় বা দুঃসময়; সব সময় সে দলের প্রতি অনুগত থাকে। আশা করা যায়, দেলোয়ারের চৌকস নেতৃত্বে রাঙ্গুনিয়াজুড়ে স্বেচ্ছাসেবক লীগ একটি দক্ষ সাংগঠনিক কর্মযজ্ঞের আধারে পরিণত হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের হাতকে শক্তিশালী করতে ব্যাপক ভূমিকা রাখবেন।