সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দলে হারিস-নাজিবুল্লাহ

| প্রকাশিতঃ ৮ সেপ্টেম্বর ২০২৩ | ১০:১৯ অপরাহ্ন


চট্টগ্রাম : এক দিন আগে বাবর আজম-নিকোলাস পুরানকে দলে ভেড়ানোর খবর দিয়েছিল রংপুর রাইডার্স। এবার চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও দিল তাদের নতুন সাইনিংয়ের খবর। পাকিস্তানের মোহাম্মদ হারিস ও আফগানিস্তানের নাজিবুল্লাহ জাদরানকে দলে নিয়েছে তারা।

২২ বছর বয়সি পাকিস্তানি ব্যাটার মোহাম্মদ হারিস সবশেষ মৌসুমে খেলেছিলেন বিপিএলের আরেক দল সিলেট স্ট্রাইকার্সে। এ ছাড়া কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও লঙ্কা প্রিমিয়ার লিগেও খেলেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত হলেও জাতীয় দলে এখনও জায়গা পাকা করতে পারেননি হারিস। পাকিস্তানের জার্সিতে এখন পর্যন্ত ৫ ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টি খেলেছেন তিনি। আছেন এশিয়া কাপের দলে। তবে এবারের আসরে এখন পর্যন্ত খেলেননি কোনো ম্যাচ।

অন্যদিকে নাজিবুল্লাহ জাদরান আন্তর্জাতিক ক্রিকেটে বেশ অভিজ্ঞ। আফগানদের জার্সিতে খেলেছেন ৯০ ওয়ানডে ও ৯৪ টি-টোয়েন্টি। বিপিএলে আগেও খেলেছেন তিনি। আগেরবার দুই দফায় খুলনা টাইগার্স ও মিনিস্টার ঢাকার হয়ে বিপিএল মাতান। বিপিএল ছাড়া বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগেও তার খেলার অভিজ্ঞতা আছে।