শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

চট্টগ্রামে যুবকের আধপোড়া লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ১১ জুন ২০১৬ | ৪:৫৮ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় কালভার্টের নিচ থেকে দগ্ধ ও চোখ ওপড়ানো অবস্থায় আশরাফ নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে আমবাগান এলাকায় রেলওয়ে ক্যানটিন গেটসংলগ্ন কালভার্ট থেকে বেওয়ারিশ হিসেবে লাশটি উদ্ধার করা হয়। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে গিয়ে লাশ সণাক্ত করে আশরাফের স্বজনরা।

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানার ইছানগর এলাকায় বসবাস করতেন আশরাফ।

লাশের সুরতহাল করা খুলশী থানার এসআই মোঃ শাহজাহান জানান, লাশের গায়ে আগুন ধরিয়ে দেওয়ায় শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। চেহারা বিকৃত হয়ে গেছে। এছাড়া চোখ দুটি ওপড়ানো। আগুনে গায়ে থাকা জামাটিও পুড়ে গেছে। ধারণা করছি, তার পা দুটি নাইলন রশি দিয়ে বাঁধা ছিল। রশি পুড়তে পুড়তে পায়ের গোড়ালি দুটির হাড় বেরিয়ে গেছে। কালভার্টের নিচে কিছু পোড়া কাপড় পাওয়া গেছে।

পুলিশ সূত্র জানায়, সকাল ১১টার দিকে রেলওয়ে ক্যানটিন গেটসংলগ্ন মাঠে শিশুরা ক্রিকেট খেলার সময় বল ওই কালভার্টের কাছে গিয়ে পড়ে। বল আনতে গিয়ে তারা মরদেহটি দেখতে পায়। খবর পেয়ে বেলা ১২টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায়। এরপর মর্গে লাশটি তার মা নাসরিন বেগম ও বোন মুন্নি আহমেদ শনাক্ত করেন।

মুন্নি দাবি বলেন, গত শুত্রবার দিবাগত রাত ১টায় পূর্ব শত্রুতার জের ধরে মাদারবাড়ির এসটি ট্রেডিং নামে একটি পরিবহন কোম্পানির অদূরে ৭-৮জন সন্ত্রাসী এসে আশরাফকে চোর বলে মারতে থাকে। একপর্যায়ে তারা আশরাফকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর রাতভর আমরা পতেঙ্গা সৈকতসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে আশরাফকে পাইনি। দুপুরে পোড়া লাশ উদ্ধারের খবর পেয়ে মর্গে গিয়ে আশরাফের লাশ শনাক্ত করি। দক্ষিণ খুলশীর এলাকার চিহিƒত সন্ত্রাসীরা আশরাফকে খুন করেছে বলেও দাবি করেন তিনি।

খুলশী থানার ওসি নিজাম উদ্দিন বলেন, প্রথমে আশরাফের লাশ বেওয়ারিশ হিসেবে উদ্ধার করি আমরা। এরপর মর্গে এসে তার স্বজনরা লাশ শনাক্ত করেছে। এখন পরিবারের পক্ষ থেকে মামলা করা হলে আমরা আসামিদের গ্রেফতারে অভিযানে নামবো