শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

৩৭ জঙ্গি গ্রেপ্তার: পুলিশ

| প্রকাশিতঃ ১১ জুন ২০১৬ | ৯:১৮ অপরাহ্ন

police bdঢাকা: দেশব্যাপী জঙ্গিবিরোধী সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় তিন হাজার একশত ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩৭ জন জঙ্গি বলে জানিয়েছে পুলিশ। শনিবার বিকালে পুলিশ সদরদপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলা এবং অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার মামলায় তিন হাজার একশ ৫৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে গ্রেপ্তারি পরোয়ানা মূলে এক হাজার ৮৬১ জন, নিয়মিত মামলায় ৯১৭ জন, অবৈধ অস্ত্র উদ্ধার মামলায় ১৯ জন এবং মাদক উদ্ধার মামলায় ৩৫৮ জন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৭ জন জঙ্গি। এর মধ্যে ২৭ জন জেএমবি, ৭ জন জেএমজেবি এবং বাকি তিনজন অন্যান্য জঙ্গি সংগঠনের সদস্য।

পুলিশ সূত্র জানায়, গাজীপুর থেকে একজন জেএমবি, ময়মনসিংহ থেকে একজন জেএমবি, শেরপুরথেকে একজন জেএমবি, রাজশাহী থেকে সাতজন জেএমজেবি, দুইজন জেএমবি, চাঁপাইনবাবগঞ্জ থেকে তিনজন জেএমবি, সিরাজগঞ্জ থেকে একজন জেএমবি, বগুড়া থেকে ১১ জন জেএমবি, নড়াইল থেকৈ একজন জেএমবি, দিনাজপুর থেকে দুইজন জেএমবি, গাইবান্ধা থেকে একজন জেএমবি, কুড়িগ্রাম থেকৈ দুইজন জেএমবি, ডিএমপি, ঢাকায় তিনজন এবং আরএমপি, রাজশাহীতে একজন জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জঙ্গিদের কাছ থেকে একটি শুটারগান, এক রাউন্ড গুলি, ৫০০ গ্রাম গান পাউডার, ১৫টি ককটেল, ২১টি জেহাদি বই এবং ১৫টি ব্যক্তিগত ডায়েরি উদ্ধার করা হয়েছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ৭৫৭টি মোটর সাইকেল আটক করা হয়েছে।