বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে হবে : নেতাকর্মীদের তথ্যমন্ত্রী

| প্রকাশিতঃ ১৪ অক্টোবর ২০২৩ | ৬:২৭ অপরাহ্ন


ঢাকা : আগামী ১০০ দিন দেশ পাহারা দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে রাজধানী কাওলায় সিভিল এভিয়েশন মাঠে আওয়ামী লীগ আয়োজিত সমাবেশে এই আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, আগামী ১০০ দিন দেশ পাহারা দিয়ে হবে। ক্ষমতা নয়, দেশ পাহারা দিতে হবে। আমরা মাঠে থাকব।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপির বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘যারা সাম্প্রদায়িকতার বিষ ছড়ায় তাদের হাতে দেশটাকে তুলে দিতে পারি না।’

আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তারা (বিএনপি) বিদেশিদের কাছে ছুটে যায়। এখানে ফিসফাস করে লাভ নাই। যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার। তবে আমরা কোনো বিদেশি শক্তির ওপর নির্ভর করি না। জননেত্রী শেখ হাসিনার শক্তি জনগণ।’