বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

আ.লীগের মনোনয়ন ফরম নিলেন তসলিম উদ্দীন রানা

| প্রকাশিতঃ ১৮ নভেম্বর ২০২৩ | ৭:০৯ অপরাহ্ন


চট্টগ্রাম : দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন নিলেন সাবেক ছাত্রনেতা, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা।

শনিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

এ সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তসলিম উদ্দীন রানা বলেন, স্মার্ট পটিয়া গড়তে তারুণ্যের শক্তির বিকল্প নাই। জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য সবাইকে নিয়ে কাজ করব।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শের উত্তরসূরি ও জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, তৃণমূলের একজন আদর্শিক কর্মী হিসেবে দলের কঠিন সময়ে আমি মাঠে ছিলাম, এখনও আছি, আগামীতেও থাকবো। নেত্রীর নির্দেশনা মেনে পটিয়ার সর্বস্তরের মানুষের সাথে কাজ করে যাব।