
ঢাকা : সরকার পতনের একদফা দাবিতে বিরোধী জোটের ডাকা ষষ্ঠ দফায় ফের ‘৪৮ ঘণ্টার অবরোধ’ কর্মসূচি শুরু হচ্ছে আজ। বুধবার (২২ নভেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (২৪ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক অবরোধ কর্মসূচি পালন করবে দলটি।
এদিকে অবরোধ শুরুর আগে, অর্থাৎ মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীসহ দেশের কয়েকটি স্থানে বাসে অগ্নিসংযোগ করা হয়। এর মধ্যে রাত ৮টা ৪০ মিনিটে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি বাসে আগুন দেওয়ার খবর পাওয়া যায় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ। তিনি বলেন, খবর পাওয়ার পর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, রাত ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাড়ইপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে জিরাবো মডার্ন ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, অবরোধের সমর্থনে এসব বাসে আগুন দেওয়া হয়েছে।
অন্যদিকে অবরোধের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দেশের বিভিন্ন জেলায় মশাল মিছিল করেছেন বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধ্যার পরপরই ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক এবং শহরের বড় মসজিদ এলাকায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা পৃথক পৃথক মিছিল বের করেন। এ সময় ছাত্রদলের একটি মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ গুলি ছুড়লে ছাত্রদলের ১০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি ছাত্রদলের।
এছাড়াও সাভার, পটুয়াখালী ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অবরোধের সমর্থনে মশাল মিছিল করা হয়। ফরিদপুরের মধুখালীতে অবরোধ কর্মসূচির সমর্থনে আয়োজিত মশাল মিছিল থেকে বিএনপির আট নেতাকর্মীকে আটক করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
জানা গেছে, একই কর্মসূচি পালন করবে জামায়াতসহ বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি ও গণতন্ত্র মঞ্চসহ সমমনা দলগুলো।
এর আগে সোমবার বিকেলে ভার্চ্যুয়াল এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
গতকাল এক সংবাদ সম্মেলনে অবরোধ কর্মসূচি সফল করার জন্য দেশের জনগণ, দলের নেতাকর্মী, সমমনা জোট ও দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন রিজভী।
উল্লেখ্য, গত ২৮ অক্টোবর মহাসমাবেশ পুলিশ পণ্ড করে দেওয়ার পর ক্ষমতাসীনদের পদত্যাগের একদফা দাবিতে বিএনপিসহ সমমনা জোটগুলো ২৯ অক্টোবর সারাদেশে দু’দফায় তিন দিন হরতাল ও ৫ দফায় ১১দিন পর্যায়ক্রমে অবরোধ কর্মসূচি পালন করেছে।