
চট্টগ্রাম : বিএনপি-জামায়াতসহ অন্যান্য সমমনা সংগঠনসমূহের ডাকা সারা দেশে অবৈধ হরতাল, অবরোধ, নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুহস্পতিবার (২৩ নভেম্বর) নগরের বন্দর-নিমতলা বিশ্বরোড এলাকায় চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী নগর আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে এ বিক্ষোভ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশে অনুষ্ঠিত হয়।
এসময় যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু বলেন, ‘বিএনপি-জামায়াত অযৌক্তিকভাবে অনির্দিষ্টকালের হরতাল, অবরোধ ডেকে হত্যাযজ্ঞ ও দেশের জনগণের অধিকার হরণের অপরাজনীতিতে মেতে উঠেছেন। তাই তাদের এ নৈরাজ্যর বিরদ্ধে রাজপথে ছিলাম, আছি এবং থাকবো।’
চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিকের সভাপতিত্বে ও যুবলীগ নেতা ইমতিয়াজ আহমেদ বাবলার সঞ্চালনায় সমাবেশ সমাবেশে আরও বক্তব্য রাখেন বন্দর শ্রমিক লীগ নেতা জামিল আহমেদ মিলন, এফ এ চৌধুরী বাদল, সালাউদ্দিন বাবর, দিদার উদ্দিন, মো. মতি, ফরহাদ আবদুল্লাহ, মো. ইসমাইল, রেজাউল করিম মামুন, মো. সালাউদ্দিন, সোহেল রানা, মাহমুদুল ইসলাম শিপন, সাজিবুল ইসলাম সজিব, আব্দুল জব্বার জনি, জহির রায়হান, মো. মিজান, মোশারফ আলী শাপলু, শাহজাহান বাপ্পি, ইমাম উদ্দিন রনি, রমজান আলী, মো. হানিফ, আবু নাছের জুয়েল, মাহমুদুর রহমান বাপ্পী, মো. আরমান, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, নজরুল ইসলাম, সাইদুল ইসলাম, মো. হেলাল, মো. টুটুল, আলী নূর রুবেল, মাকসুদুর রহমান, রোকন উদ্দিন, মো. মাসুম, আব্দুস সালাম, আবদুর রহিম, ইব্রাহিম, খলিল সাদ্দাম, হৃদয় কুমার দাশ, সুমন ভুঁইয়া, সৈয়দ সুলতান ফাহিম, ওমর ফারুক কোরবান, কৌশিক রায়, সাইফুল ইসলাম তুহিন, পলাশ চক্রবর্তী, সজিব কান্তি দাস, সাহাব উদ্দিন সাবু, দুর্জয় দাশ প্রমুখ।