সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

চট্টগ্রাম আদালত থেকে আসামির পলায়ন

| প্রকাশিতঃ ২১ সেপ্টেম্বর ২০১৭ | ৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম আদালতে আনার পর হাতকড়া খুলে পালিয়েছে এক আসামি।

বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মুখ্য বিচারিক হাকিম আদালত ভবনের নিচ তলা থেকে পালায় মোটর সাইকেল চুরির মামলার এই আসামি।

পলাতক মো. নাছির চট্টগ্রামের আনোয়ারা থানার একটি চুরির মামলায় গ্রেফতার হয়েছিল।

চট্টগ্রাম জেলা পুলিশের আদালত পরিদর্শক এএইচএম মশিউর রহমান বলেন, চুরির মামলায় গ্রেফতারের পর নাছিরকে এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। সেই রিমান্ড শেষে আবার রিমান্ড আবেদন করা হয়। এ বিষয়ে জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে শুনানি শেষে তাকে নিচ তলার কোর্ট হাজতে নেওয়া হচ্ছিল। এসময় হাতকড়া খুলে সে পালিয়েছে। এ ঘটনায় দায়িত্বরত দুই পুলিশ সদস্যের গাফিলতি ছিল কিনা সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর) রেজাউল মাসুদ বলেন, একজন সহকারী পুলিশ সুপার (এএসপি) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এএসপি ও আদালত পুলিশের পরিদর্শকের প্রতিবেদনের উপর ভিত্তি করে সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।