সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬, ৬ মাঘ ১৪৩২

ঢাকায় জরুরি অবতরণ করল ভারতীয় উড়োজাহাজ

| প্রকাশিতঃ ১৩ জানুয়ারী ২০২৪ | ২:২৪ অপরাহ্ন

ঢাকা : ভারতের মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগো এয়ারলাইনসের একটি উড়োজাহাজকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়েছে। গুয়াহাটি বিমানবন্দরে পৌঁছানোর পর ঘনকুয়াশার কারণে এটি বাংলাদেশের দিকে আবার ঘুরিয়ে দেওয়া হয়। শনিবার ভারতীয় সময় ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

বৈরী আবহাওয়ার কারণে এমনটি হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইনডিগো কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, মুম্বাই থেকে গুয়াহাটিগামী ইনডিগোর ৬ই ৫৩১৯ ফ্লাইটটি বৈরী আবহাওয়াজনিত কারণে ঢাকার দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

এদিকে পাসপোর্ট ছাড়াই উড়োজাহাজের যাত্রীদের আন্তর্জাতিক সীমানা অতিক্রমের ঘটনায় তাদের উড়োজাহাজের ভেতরেই কয়েক ঘণ্টা থাকতে হয়েছে। ফ্লাইটটির যাত্রীরা এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন।

মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর লিখেছেন, মুম্বাই থেকে গুয়াহাটিতে যাচ্ছিলাম। ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। এখন সব যাত্রী পাসপোর্ট ছাড়াই বাংলাদেশে অবস্থান করছেন। উড়োজাহাজের ভেতরেই বসে আছি আমরা।