শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

‘শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখতে হবে’

| প্রকাশিতঃ ১৮ অক্টোবর ২০১৭ | ৫:৩৩ অপরাহ্ন

চট্টগ্রাম : নগরীর মানবিক উন্নয়নমূলক সংগঠন জলদী কল্যাণ সংস্থার উদ্যোগে কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়েছে। সম্প্রতি বাঁশখালী পৌরসভার জলদী ধর্মরত্ন বিহারে পিইসি, জেএসসি, এসএসসি ও এইচএসসিতে কৃতী শিক্ষার্থীদের এ সম্মাননা প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি অধ্যক্ষ অর্পণ বড়ুয়ার সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু অধ্যয়নের মাধ্যমে পাস করেই শিক্ষিত হলে চলবে না। সমাজ ও দেশ গঠনে ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষিত ও সুন্দর দেশ বিনিমার্ণে যুগোপযোগী ভূমিকা রাখা বাঞ্ছনীয়। তাই এক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান বক্তারা।

প্রভাষক অসীম বড়ুয়া ও শিক্ষক প্রণব বড়ুয়ার সঞ্চালনে সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য প্রবীর বড়ুয়া, সাবেক সভাপতি সাংবাদিক সুপলাল বড়ুয়া, সহ সভাপতি বাবুল বড়ুয়া, সহ সভাপতি ডা. দীপক কান্তি বড়ুয়া, অধ্যাপক শ্যামল বড়ুয়া, অধ্যাপক সমীরণ বড়ুয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক সুবল বড়ুয়া, অর্থ সম্পাদক ময়না বড়ুয়া, সিদুল বড়ুয়া, স্বদেশ বড়ুয়া, নিরপন বড়ুয়া, প্রভাষক শোকন বড়ুয়া, প্রকৌশলী নিলয় বড়ুয়া প্রমুখ।