শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা, পাল্টা আক্রমণের হুঁশিয়ারি

প্রকাশিতঃ ৪ অগাস্ট ২০২৪ | ১২:২৯ পূর্বাহ্ন


চট্টগ্রাম : চট্টগ্রামে এবিএম মহিউদ্দিন চৌধুরীসহ আওয়ামী লীগ নেতাদের বাড়ি ও অফিসে হামলার প্রতিবাদে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন নগর আওয়ামী লীগের নেতারা।

শনিবার (৩ আগস্ট) হামলার প্রতিবাদ জানিয়ে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন গণমাধ্যমে যৌথ বিবৃতি পাঠান। 

বিবৃতিতে তারা বলেন, ছাত্র আন্দোলনের আড়ালে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। এ ধরনের হামলা আর সহ্য করা হবে না। হামলাকারীদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে পাল্টা আক্রমণ করা হবে। এই পরিস্থিতির জন্য বিএনপি-জামায়াত দায়ী।

নেতারা জনগণকে নাশকতা ও ধ্বংসযজ্ঞকারীদের প্রতিহত করার আহ্বান জানিয়েছেন।