বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১

আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি অলি আহমদের

প্রকাশিতঃ ৫ অগাস্ট ২০২৪ | ৭:৫৮ অপরাহ্ন


ঢাকা : আন্দোলনে নিহতদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার দাবি জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ।

সোমবার (৫ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

অলি আহমদ বলেন, হাজার হাজার ছাত্র-ছাত্রী ও সাধারণ জনতার রক্তের বিনিময়ে আমরা আজ পুনরায় স্বাধীনতা অর্জন করেছি। এর সম্পূর্ণ কৃতিত্ব ছাত্র-ছাত্রী এবং সাধারণ জনতার।

তিনি বলেন, আন্দোলনের সাফল্যের জন্য আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এখন আপনাদের সবাই ধৈর্যের সঙ্গে থাকতে হবে। দেশের সম্পদের কোনো ক্ষতিসাধন করা যাবে না।

এলডিপির সভাপতি বলেন, এখন একটি সুন্দর জাতীয় সরকার গঠন সময়ের দাবি। এই সরকারে কোনো অদক্ষ, দুর্নীতিবাজ, দাগি, নীতি-নৈতিকতাহীন, দেশদ্রোহী, অবৈধ সরকারের সুবিধাভোগী কাউকে অন্তর্ভুক্ত করা যাবে না।

তিনি বলেন, স্বৈরশাসককে পদত্যাগে বাধ্য করতে গিয়ে যেসব ছেলে-মেয়ে/ভাই-বোন শহীদ হয়েছেন, আহত হয়েছেন, তাদের এবং তাদের পরিবারের পুনর্বাসন ও সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।

অলি আহমদ আরও বলেন, শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি। তারা তাদের ভবিষ্যৎ আমাদের জন্য কোরবানি দিয়েছেন। প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের সহায় হন এবং আমাদের সঠিক পথে পরিচালনা করেন। সবার সুন্দর ভবিষ্যৎ কামনা করি।