
কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি : কচুয়া উপজেলার গজালিয়া ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মহিলা আওয়ামী লীগের সভাপতি রীনা বেগম পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
আজ মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কচুয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
পদত্যাগের কারণ হিসেবে রীনা বেগম জানান, তিনি দীর্ঘদিন ধরে এই পদে দায়িত্ব পালন করেছেন। তবে, দেশের ভাবমূর্তি অনুকূলে না থাকায় দলের কিছু অনৈতিক কার্যকলাপ দেখে তিনি প্রতিবাদ করতে পারেননি।
তিনি সংবাদ সম্মেলনে তৎকালীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কিছু অভিযোগও উত্থাপন করেছেন।
উল্লেখ্য, রীনা বেগম গজালিয়া ইউনিয়নের নারী ইউপি সদস্যও। তিনি তার স্বাক্ষরিত লিখিত বক্তব্যেও এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।