চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী ও পাহাড়তলী থানায় নতুন ওসি নিযুক্ত করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার এই আদেশ দিয়েছেন বলে জানান অতিরিক্ত উপপুলিশ কমিশনার (জনসংযোগ) আকরামুল হোসেন।
তিনি বলেন, ‘কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলামকে বদলি করে পাহাড়তলী থানায় ওসি পদে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া কর্ণফুলী থানার ওসি হিসেবে পাঠানো হয়েছে নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সৈয়দুল মোস্তফাকে।’
এর আগে গত ৭ নভেম্বর পাহাড়তলী থানার ওসি আলমগীর হোসেনকে তাৎক্ষণিক বদলির আদেশ দেয় পুলিশ সদর দফতর। ওই আদেশে ওসি আলমগীরকে বগুড়ায় এপিবিএন-৪ এ যোগ দিতে বলা হয়।