চট্টগ্রাম: চট্টগ্রাম নগরে নির্মাণাধীন আখতারুজ্জামান ফ্লাইওভারের একটি অংশে সিকিউরিটি লক খুলে পিলারের লোহার কাঠামো ভেঙে পড়েছে। বুধবার রাতে সফদর আলী ম্যানসনের ফটকের সামনেই এই ঘটনা ঘটে।
ফ্লাইওভারটির একটি লুপ ষোলশহরের সফদর আলী ম্যানসনের সামনে দিয়ে সানমার ওশান সিটির সামনে নামার কথা ছিল। সেই লুপের নিচে একটি পিলারের কাঠামো তৈরি হয়েছিল রড দিয়ে। সেটিতে দুয়েকদিনের মধ্যে ঢালাই দেওয়ার কথা থাকলেও বুধবার রাতে তা মাটিতে পড়ে যায়।
আখতারুজ্জামান ফ্লাইওভারের প্রকল্প পরিচালক মাহফুজুর রহমান বলেন, এটি খুব বেশি ভয়ানক কিছু নয়। সম্ভবত লোহার রডের ওই কাঠামোর মাথা বেশি ভারী হয়ে গিয়েছিল। সে কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ফ্লাইওভারের জন্য যে ল্যুপ নির্মিত হচ্ছে সেখানে এক-একটি পিলারে প্রচুর পরিমাণ লোহা দেওয়া হচ্ছে। যে পিলারটি হেলে পড়েছে সেটির ধারণক্ষমতার চাইতে লোহা বেশি হয়ে গেছে বলে ধারণা করছি।