আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : বেনাপোলের বড় আঁচড়া গ্রামে শারীরিক রোগের যন্ত্রণা সহ্য করতে না পেরে রবিউল বিশ্বাস (৬৮) নামে এক বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।
রবিবার (২৬ নভেম্বর) ভোরে তিনি বাড়ির পাশের কুল গাছে গলায় রশি দিয়ে আত্নহত্যা করে। রবিউল বেনাপোল পোর্ট থানার বড় আঁচড়া গ্রামের মৃত কানাই বিশ্বাসের ছেলে।
পারিবারিক সুত্রে জানা যায়, রবিউল দীর্ঘদিন যাবৎ শারিরীক ভাবে অসুস্থ ছিলেন। অসুস্থতা ক্রমেই বাড়ছিল, সেই সাথে তীব্র যন্ত্রণা। যা তার সহ্যের সীমা ছাড়িয়েছে। এই যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেতে তিনি আত্মহননের পথে পা বাড়ান। প্রথমে এক মাসের ওষুধ খেয়ে ফেলেন। এরপর সবাই ঘুমিয়ে পড়লে রবিবার ভোরে কুল গাছে মই দিয়ে গাছে উঠে গলায় রশি দিয়ে আত্নহত্যা করেন।
বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।