মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দগ্ধ নিরাপত্তা প্রহরীর মৃত্যু

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৭ | ২:৫৫ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে মশার কয়েলের আগুনে দগ্ধ এক নিরাপত্তা প্রহরী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত শফিকুল ইসলাম (২৫) কুমিল্লার মুরাদনগর থানার লাজুর গ্রামের মাস্টার পাড়ার শহিদুল ইসলামের ছেলে। নগরীর খুলশী এলাকায় নিরাপত্তা প্রহরী হিসেবে কাজ করা শফিক স্ত্রীকে নিয়ে খুলশীর ঢেবার পাড় এলাকায় থাকতেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, রোববার সকালে নিজ ঘরে ঘুমানোর সময় মশার কয়েল থেকে কম্বলে আগুন লেগে গুরুতর দগ্ধ হন শফিকুল। তাকে সকাল ৯টার দিকে হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়েছে।