মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

দুই মিনিটেই মোটরসাইকেল চুরি!

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৭ | ৩:২৭ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতু এলাকা থেকে মোটরসাইকেল চোরচক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারের পর ওই যুবক পুলিশকে জানিয়েছে চুরির অভিনব কৌশলের তথ্য। ওই কৌশলে দুই মিনিটেই একটি মোটরসাইকেল চুরি করে আসছিল চক্রটি।

গ্রেফতার মো. ফয়সাল (২৩) চট্টগ্রামের সাতকানিয়ার পুরানঘর এলাকার আব্দুর রহমানের ছেলে।

বাকলিয়া থানার ওসি প্রণব চৌধুরী বলেন, নির্জন কোন সড়কে, বাসা-ভবনের সামনে রাখা মোটরসাইকেল দেখলে চুরির জন্য টার্গেট করে। তালাবদ্ধ মোটরসাইকেলের স্টিয়ারিংয়ে মোচড় দিয়েই চালু করে ফেলে তারা। তারপর মুহুর্তেই সেটি নিয়ে হাওয়া। পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে সময় লাগে সর্বোচ্চ দুই মিনিট।

তিনি বলেন, গ্রেফতারের পর ফয়সালের দেওয়া তথ্যের ভিত্তিতে বোয়ালখালী উপজেলার শাকপুরা এলাকায় টিটু নামের একজনের বাড়ি থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ফয়সালের নেতৃত্বে চোর সিন্ডিকেটের কয়েকজনের নাম পেয়েছি। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।