মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

চট্টগ্রামে আইনজীবি খুনের ঘটনায় গ্রেফতার ৬

| প্রকাশিতঃ ২৭ নভেম্বর ২০১৭ | ৬:০৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের তরুণ আইনজীবি ওমর ফারুক বাপ্পী খুনের ঘটনায় সন্দেহভাজন আসামি ও তার কথিত স্ত্রী রাশেদা বেগমসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার সকালে কুমিল্লা থেকে দুইজনকে গ্রেফতারের পর চট্টগ্রামের ইজিজেড এলাকা থেকে বাকি চারজনকে গ্রেফতার করা হয়।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সন্তোষ কুমার চাকমা বলেন, আইনজীবি খুনের ঘটনায় রাশেদা ও হুমায়ূন নামে দুজনকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়। এরপর দুপুরে নগরীর ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে আরো চারজনকে গ্রেফতার করা হয়। তারা সবাই হত্যার ঘটনায় জড়িত বলে আমাদের কাছে তথ্য-প্রমাণ আছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী খুনের কথা স্বীকার করেছেন।

এর আগে গত শনিবার চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় একটি বাসা থেকে হাত-পা বাঁধা ও মুখে টেপ লাগানো অবস্থায় এই আইনজীবীর মরদেহের উদ্ধার করা হয়। নগরীর চকবাজার থানার কে বি আমান আলী রোডে বড় মিয়া মসজিদের সামনে একটি ভবনের নিচতলার বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের পিতা আলী আহমদ বাদী হয়ে ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে চকবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এদিকে সহকর্মী আইনজীবীর হাত-পা বাঁধা লাশ উদ্ধারের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের গ্রেফতারের দাবিতে রোববার চট্টগ্রাম আদালতে দেড় ঘন্টা কর্মবিরতি পালন করে তার সহকর্মীরা। এছাড়া একই দাবিতে সোমবার পূর্ণদিবস কর্মবিরতি পালন করে আইনজীবিরা।