বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

চট্টগ্রামে ৭ বছর টেস্ট জেতেনি বাংলাদেশ, কাল সিরিজ বাঁচানোর অগ্নিপরীক্ষা

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ২৭ এপ্রিল ২০২৫ | ৭:৪৭ অপরাহ্ন


জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টে ৩ উইকেটে হেরে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। সিরিজ হার এড়াতে হলে আগামীকাল সোমবার থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে। কিন্তু এই গুরুত্বপূর্ণ লড়াইয়ে প্রতিপক্ষ জিম্বাবুয়ের পাশাপাশি বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে চট্টগ্রামের সাম্প্রতিক টেস্ট রেকর্ডও।

পরিসংখ্যান বলছে, চট্টগ্রামের এই ভেন্যুটি (বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম) গত সাত বছর ধরে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের জন্য মোটেই পয়মন্ত নয়। টাইগাররা এখানে সর্বশেষ কোনো টেস্ট ম্যাচ জিতেছিল সেই ২০১৮ সালের নভেম্বরে। এরপর গত প্রায় সাত বছরে এই মাঠে সাতটি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে ছয়টিতেই потерпеছে পরাজয়, ড্র করতে পেরেছে মাত্র একটিতে।

এই ভেন্যুতে বাংলাদেশের সাম্প্রতিক হারের তালিকা বেশ লম্বা। ২০১৯ সালের সেপ্টেম্বরে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বড় ব্যবধানে হার দিয়ে শুরু। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভালো ব্যাটিং করলেও বোলারদের ব্যর্থতায় হারতে হয় ৩ উইকেটে। একই বছরের নভেম্বরে পাকিস্তানের কাছে প্রথম টেস্টে হার ৮ উইকেটে।

পরের বছর, ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে এই মাঠে একটি টেস্ট ড্র করতে সক্ষম হয়েছিল বাংলাদেশ। ম্যাচটি মূলত ব্যাটারদের দাপটে অমীমাংসিতভাবে শেষ হয়, যেখানে শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৯৯ এবং বাংলাদেশের তামিম ইকবাল ১৩৩ ও মুশফিকুর রহিম ১০৫ রান করেছিলেন। তবে ওই বছরের ডিসেম্বরে ভারতের বিপক্ষে একই ভেন্যুতে নেমে ১৮৮ রানের পরাজয় বরণ করতে হয় স্বাগতিকদের।

গত বছর, অর্থাৎ ২০২৪ সালে, এই মাঠে দুটি টেস্ট খেলে দুটিতেই হেরেছে বাংলাদেশ। মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ১৯২ রানে এবং অক্টোবরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাজে ব্যাটিংয়ের প্রদর্শনী করে ইনিংস ও ২৭৩ রানের বিশাল ব্যবধানে পরাজিত হয় টাইগাররা।

ফলে, জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচানোর গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশের সামনে শুধু প্রতিপক্ষকে হারানোর চ্যালেঞ্জই থাকছে না, থাকছে চট্টগ্রামের মাঠে দীর্ঘদিনের জয়খরা কাটানোর কঠিন চ্যালেঞ্জও।