চট্টগ্রাম: বাংলাদেশ ভভিনাম এসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় ক্রীড়া ভবন ইনডোর ষ্টেডিয়ামে ২৪ নভেম্বর অনুষ্ঠিত ভভিনাম এসোসিয়েশনের সভায় শেষে এই কমিটি গঠন করা হয়।
ওস্তাদ দিলদার হাসান দিলুকে সভাপতি এবং সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মহিউদ্দীন মুরাদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এর আজীবন সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মনির এই কমিটি ঘোষণা করেন বলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।