বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে দুই লাশ উদ্ধার

| প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৭ | ৭:১৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রামের পটিয়ায় মাইক্রোবাস থেকে চালকের গলাকাটা এবং একটি বাসা থেকে এক বৈদ্যুতিক মিস্ত্রির লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করা হয়।

উপজেলা পোস্ট অফিসের সামনে মাইক্রোবাস থেকে চালক আব্দুল হাকিমের (৫৫) লাশ উদ্ধার করা হয়। আব্দুল হাকিম কুমিল্লার মুরাদনগর উপজেলার নিয়ামতপুরের বাসিন্দা। অন্যদিকে মো. মোশারফ হোসেন (৬৫) নামের এক ব্যক্তির লাশ উপজেলার পশ্চিম কচুয়ায় দুই নম্বর ওয়ার্ডে তার বাসা থেকে উদ্ধার করা হয়। মোশারফ বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন। তার বাড়ি পটুয়াখালী।

পটিয়া থানার ওসি শেখ মো. নেয়ামত উল্লাহ বলেন, হাকিম ভাড়ায় মাইক্রোবাস চালাতেন। বুধবার দুপুরে তিনি নগরীর লালদিঘীর পাড় থেকে গাড়ি নিয়ে কক্সবাজার গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথে দুর্বৃত্তের হাতে খুন হয়ে থাকতে পারেন। ধারণা করছি, গাড়ি ছিনতাইয়ের জন্য চালক হাকিমকে খুন করা হয়েছে।

তিনি আরও বলেন, বাসা থেকে উদ্ধার হওয়া মোশারফের মরদেহে মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওই বাসায় মোশারফ তার ছেলেকে নিয়ে থাকতেন। পারিবারিক সমস্যার কারণে মোশাররফের স্ত্রী তাদের সঙ্গে থাকেন না। মোশারফের ছেলেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।