বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শার্শায় দৈনিক বজ্রশক্তি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

| প্রকাশিতঃ ৩০ নভেম্বর ২০১৭ | ৮:৩৮ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার সকাল ১১ টায় শার্শায় দৈনিক বজ্রশক্তি পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে ।

পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি র‌্যালী শার্শা উপজেলা পরিষদ থেকে শুরু করে শার্শা বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পত্রিকার জেলা ব্যুরো প্রধান ফিরোজ মেহেদীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এবং কেক কাটেন শার্শা উপজেলার নির্বাহী অফিসার পুলক কুমার মন্ডল।

এ সময় অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, পত্রিকার সাব-এডিটর শেখ মনিরুর ইসলাম, প্রেস ক্লাব শার্শার সাধারণ সম্পাদক ইয়ানুর রহমান, বাগআঁচড়া প্রেস ক্লাবের সভাপতি আরিফুজ্জামান আরিফ, সাধারণ সম্পাদক আবু সাঈদ, বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি, শেখ কাজিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আজিজুল হকসহ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়িার সাংবাদিকরা।

সার্বিক অনুষ্ঠানটি পরিচালনা করেন পত্রিকার উপজেলা প্রতিনিধি মিলন কবির।