বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

যশোর কালেক্টরেট পার্কে ছুরিকাঘাতে এক যুবক নিহত

| প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৭ | ৯:৩৪ পূর্বাহ্ন

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : শুক্রবার সন্ধায় যশোর কালেক্টরেট পার্কে বাবু নামে এক যুবককে ছুরিকাঘাতে নিহত করেছে দুর্বৃত্তরা।

বাবু শহরের শংকররপুর গোলপাতা মসজিদ এলাকার আলী হোসেনের ছেলে। এসময় তিনি বান্ধবীকে নিয়ে শহরের কেন্দ্রস্থলের ওই পার্কটিতে বসে ছিলেন।

তার বান্ধবী রত্না বলেন, ‘রনির সঙ্গে শুক্রবার বিকেলে কালেক্টরেট পার্কে বসে গল্প করছিলাম। এ সময় তিন যুবক এসে রনিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়, এতে তার মৃত্যু হয়।

রনির বন্ধু আকতার হোসেন বলেন, ‘আমি, বন্ধু রনি ও ইভা কালেক্টরেট পার্কে বসে কথা বলছিলাম। এসময় শংকররপুর রেললাইন এলাকার ফিরোজ হোসেনসহ তিনজন মিলে রনিকে ছুরি মেরে পালিয়ে যায়। এসময় উপস্থিত লোকজনের সহযোগিতায় রনিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।

কোতয়ালী থানার এসআই আসাদুর রহমান জানান, রনি নামের এক যুবককে ফিরোজ নামে এক সন্ত্রাসী ছুরিকাঘাতে হত্যা করেছে। পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।’

তবে কী কারণে এই হত্যাকাণ্ড- কেউ তা বলতে পারছে না।