বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

যশোর সরকারি কলেজের অধ্যক্ষ মিজানুর রহমানের ইন্তেকাল

| প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৭ | ১০:৫৭ অপরাহ্ন

বেনাপোল প্রতিনিধি : যশোর সরকারি এম এম কলেজের অধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

নিহতের স্ত্রী মীনা পারভীন জানান, শুক্রবার (১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। তিনি মাইকার্ডিয়াক ইনফেকশনে (এমআই) ভুগছিলেন।

হাসপাতালের কার্ডিয়াক বিভাগের ডা. আবু হায়দার মো. মনিরুজ্জামান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

প্রফেসর মিজানুর রহমানের বাড়ি ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার দেড়বিন্নি গ্রামে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।

তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা কলেজ ক্যাম্পাসে। তার অকাল এই বিদায়ের খবর শুনে হাসপাতালে ছুটে আসেন তার সহকর্মীসহ শিক্ষার্থীরা ।