বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

যশোরে ২৪ ঘণ্টার ব্যবধানে ফের হত্যাকাণ্ড, এবার বলি হলেন এনজিও কর্মকর্তা

| প্রকাশিতঃ ২ ডিসেম্বর ২০১৭ | ১১:৪৬ অপরাহ্ন

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : ২৪ ঘণ্টার ব্যবধানে এবার যশোর উপশহরে সন্ত্রাসীদের গুলিতে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।

শনিবার রাত ১০ টার দিকে যশোর নতুন উপশহর সি ব্লক এলাকায় নিজ বাড়ির কাছে দুর্বৃত্তরা গুলি করে গোলাম কুদ্দুস ভিকু (৫০) নামে এক ব্যক্তিকে খুন করেছে।

নিহত ভিকু ‘প্রত্যাশা সমাজকল্যাণ সংস্থা’ নামে একটি এনজিওর নির্বাহী পরিচালক ছিলেন।

নিহতের ভাই আবুল কালাম আজাদ ইকু বলেন, ‘ঘটনার সময় ভিকু বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাকে কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’

কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘ঘটনা শুনে আমি হাসপাতালে এসেছি। খুনিদের গ্রেফতারের জন্য এলাকায় এখনই ফোর্স পাঠানো হচ্ছে।’

নিহত ভিকু উপশহর সি ব্লকের ৫৬ নম্বর বাসার ইয়াসিন আলীর ছেলে।

ভিকুকে কী কারণে খুন করা হয়েছে, তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

উল্লেখ্য, শুক্রবার সন্ধায় যশোর পৌর পার্কে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু নামে একজন খুন হয়।