চট্টগ্রাম: চট্টগ্রামে পারিবারিক কলহের জের ধরে সোমা ধর নামে এক গৃহবধু বিষপান করে আত্মহত্যা করেছেন। শনিবার দিবাগত রাতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ বাস্তুহারা কলোনীতে এ ঘটনা ঘটে।
মৃত সোমা ওই এলাকার মিঠুন ধরের স্ত্রী।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, স্বামীর সাথে ঝগড়া করে রাতে বিষপান করেন সোমা। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাকলিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।