বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ব্যবসায়ীকে গুলি করে খুন

| প্রকাশিতঃ ৩ ডিসেম্বর ২০১৭ | ৭:০৬ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার মাদারবাড়ি এলাকায় এক ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলি করে খুন করা হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৬ টার দিকে এই ঘটনা ঘটেছে।

নিহত মো. হারুন (৪০) প্রয়াত বিএনপি নেতা দস্তগীর চৌধুরীর ভাই আলমগীর চৌধুরীর ছেলে। পরিবহন ব্যবসায় যুক্ত হারুন বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে পুলিশ জানিয়েছে।

নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারি কমিশনার মো. জাহাঙ্গীর আলম বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পাওয়ায় শুভপুর বাসস্ট্যান্ড এলাকায় আনন্দ সমাবেশ ও শোভযাত্রার আয়োজন করেছিলেন তিন কাউন্সিলর। শোভাযাত্রার এক পর্যায়ে হারুনকে গুলি করা হয়েছে। তার বুকে তিনটি গুলি লেগেছে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেয়া হয়। কিন্তু হারুনকে বাঁচানো যায়নি।