
দেশে যত দ্রুত সম্ভব একটি ‘সুষ্ঠু ও নিরপেক্ষ’ নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
সোমবার বিকালে কক্সবাজারের পেকুয়া উপজেলা বিএনপির নবনির্মিত কার্যালয় উদ্বোধন শেষে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন বলেন, “গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে দিয়ে শিগগিরই শক্তিশালী দলীয় সরকার গঠন করে জাতির প্রত্যাশা পূরণ করাই বিএনপির একমাত্র লক্ষ্য।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ‘ফ্যাসিবাদবিরোধী’ আন্দোলনের নেতা হিসেবে বর্ণনা করে তিনি বলেন, “আমরা সবাই তাঁর নেতৃত্বে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে পেরেছি। বাংলাদেশে আর কখনো যাতে কোনো ফ্যাসিস্ট ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য আমরা গণতান্ত্রিক চর্চাকে এগিয়ে নিয়ে যাব।”
পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর শাহর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, যুগ্ম সম্পাদক শাহনেওয়াজ আজাদ ও যুবদল সভাপতি কামরান জাদিদ মুকুট।
এসময় কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা এবং চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়ার বাঘগুজারা গ্রামে ‘জুলাই গণ-অভ্যুত্থানে’ নিহত ছাত্রদল নেতা মোহাম্মদ ওয়াসিমের কবর জিয়ারত করেন।