শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৪ মাঘ ১৪৩২

গরিবের ডাক্তারকে এমপি বানাতে চাই : জামায়াত নেতা মোর্শেদ

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৯ জুন ২০২৫ | ৯:১৯ অপরাহ্ন


চট্টগ্রাম-৮ আসনে দলের সম্ভাব্য প্রার্থীকে ‘গরিবের ডাক্তার’ হিসেবে বর্ণনা করে তাকে ‘গরিবের এমপি’ বানাতে ভোট চেয়েছেন মহানগর জামায়াতে ইসলামীর এক নেতা।

সোমবার বোয়ালখালীতে ডা. মো. আবু নাসেরের গ্রামের বাড়িতে আয়োজিত এক ঈদ শুভেচ্ছা বিনিময় সভায় এ আহ্বান জানান চট্টগ্রাম মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মোর্শেদুল ইসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে মোর্শেদুল ইসলাম বলেন, “ভোট একটি পবিত্র আমানত। এই আমানত যেখানে-সেখানে না দিয়ে, যোগ্য, সৎ ও খোদাভীরু মানুষের হাতে তুলে দিতে হবে। ডা. আবু নাসের গরিবের ডাক্তার হিসেবে ব্যাপকভাবে পরিচিত। এবার আমরা তাঁকে গরিবের এমপি বানাতে চাই।”

সভায় চট্টগ্রাম-৮ আসনে জামায়াতের সম্ভাব্য প্রার্থী হিসেবে পরিচিত ডা. আবু নাসের বলেন, “আমার জীবনের লক্ষ্য হলো মানুষের খেদমতের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।”

বোয়ালখালী উপজেলা জামায়াতের আমীর ডা. খোরশেদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন পাঁচলাইশ থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী, ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম পশ্চিম জেলার সভাপতি আব্দুর রহিম এবং জামায়াতের উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মিয়া মো. হোসাইন শরীফ।

বিশেষ অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মাহবুবুল হাসান রুমী বলেন, “ডা. আবু নাসের একজন ত্যাগী সমাজসেবক। সংসদে গিয়ে তিনি সাধারণ মানুষের কথা বলবেন, এটা আমাদের প্রত্যাশা।”