বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

শীতকালীন সবজির বাম্পার ফলন, শার্শার কৃষকের মুখে হাসি

| প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০১৭ | ২:৪১ অপরাহ্ন

আরিফুজ্জামান আরিফ, বেনাপোল : আবহাওয়া অনুকূল থাকায় শীতকালীন সবজির বাম্পার ফলন শার্শার কৃষকের মুখে এবার হাসি ফুটিয়েছে।

শার্শা উপজেলার বেনাপোলসহ আশপাশ এলাকার বিস্তীর্ণ মাঠ জুড়ে বাঁধাকপি, ফুলকপি,বরবটি ও সিম চাষ হয়েছে। এসব সবজির ফলন ও দাম বেশি হওয়ায় ব্যাপক লাভের আশা করছেন কৃষক।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অনেকেই শীতকালীন শাকসবজির ক্ষেত পরিচর্যা করছেন। পুরুষের পাশাপাশি মহিলারাও অংশ নিচ্ছেন এ কাজে। অনেককেই ক্ষেত থেকে শীতকালীন সবজি তুলে বাজারজাত করতে দেখা গেছে, আবার কেউ বাজারজাত করণের প্রস্তুতি নিচ্ছেন।

চলতি মৌসুমে শার্শা উপজেলায় ১৭শ’ হেক্টর জমিতে শীতকালিন সবজির চাষ হয়েছে। উপজেলার শার্শা সদর,বেনাপোল, কাগজপুকুর, উলাশী, বাগআঁচড়া, পূটখালী গোগা আশপাশের কয়েক গ্রামে শত শত চাষি শীতকালীন সবজির চাষ করেছে। ফলন ও মূল্য ভাল হওয়ায় চাষীরা মহাখুশি।

খোঁজ নিয়ে জানা যায়, একবিঘা জমিতে বাঁধাকপি চাষ করতে ২০ থেকে ২২ হাজার টাকা খরচ হচ্ছে। এক বিঘা সিম চাষ করতে খরচ হয় ১৫ থেকে ২০ হাজার টাকা। বর্তমান বাজারে কপি ও সিমের দাম ভাল হওয়ায় খরচ বাদে কয়েকগুন লাভের আশা করছেন কৃষকেরা।

উপজেলা কৃষি অফিসার হীরক কুমার সরকার বলেন, ‘শার্শা উপজেলায় ১৭শ’ হেক্টর জমিতে শীত কালীন সবজির চাষ হয়েছে। এর মধ্যে ফুলকপি, ওলকপি, বাধাকপি ও সিম একহাজার হেক্টর নির্ধারণ করা হয়েছে। এবছর চাষীরা আগাম সবজি উৎপাদন করে যথেষ্ট লাভবান হচ্ছে।’