বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

বাদুরতলায় র‌্যাবের অভিযান : ভেজাল ঘি জব্দ, জরিমানা

| প্রকাশিতঃ ৪ ডিসেম্বর ২০১৭ | ৩:২৮ অপরাহ্ন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর বাদুরতলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভেজাল ঘি জব্দ করেছে র‌্যাব-৭ এর ভ্রাম্যমাণ আদালত।
একইসাথে ভেজাল ঘি উৎপাদন ও বাজারজাতের দায়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব-৭-এর মিডিয়া অফিসারের পক্ষ থেকে সোমবার দুপুর ২টা ৪৫ মিনিটে একুশে পত্রিকার মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় এই তথ্য জানানো হয়।

তবে কখন, কার প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালিত হয়েছে, কাকে দণ্ড দেয়া হয়েছে সে ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।