চট্টগ্রাম: চট্টগ্রামে কাস্টমসের জব্দ করা পঁচা ফলমূল লোকালয়ে ফেলে দুর্গন্ধ ছড়ানোর প্রতিবাদে নগরীর বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত পতেঙ্গা ১৫ নম্বর ঘাট সংলগ্ন বিজয়নগর এলাকায় আধাঘন্টা সড়ক অবরোধ করা হয়। এতে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে দুর্ভোগে পড়তে হয়েছে বিমানযাত্রীদের।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রাম বন্দর দিয়ে আসা ফলমূল বিভিন্ন সময় জব্দ করে কাস্টমস কর্তৃপক্ষ। বিপুল পরিমাণ ফলমূল পঁচে যাবার পর কাস্টমস কর্তৃপক্ষ সেগুলো এয়ারপোর্ট রোডের বিজয়নগর এলাকায় ডাম্পিং শুরু করে। ৯৫ ট্রাক পঁচা ফলমূল বিজয়নগরে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছিল। সোমবার প্রায় ২০ ট্রাক ফেলে যায় কাস্টমসের লোকজন। মঙ্গলবার আরো ১০ ট্রাক ফেলার জন্য আনে। তবে পঁচা ফলের দুর্গন্ধে ক্ষুব্ধ হয়ে উঠে স্থানীয় বাসিন্দারা। এরই এক পর্যায়ে মঙ্গলবার সকালে কয়েক হাজার লোক সকালে রাস্তায় ব্যারিকেড দেয়। স্থানীয়দের বাধার মুখে নষ্ট ফলগুলো সেখানে ফেলতে পারেনি কাস্টমস। এদিকে অবরোধের ফলে ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাতে দুর্ভোগ পোহাতে হয়েছে বিমানযাত্রীদের।
চট্টগ্রাম মহানগর পুলিশের উপ-কমিশনার (বন্দর) হারুনুর রশীদ হাজারি বলেন, স্থানীয়রা আকস্মিক ভাবে অবরোধ সৃষ্টি করলে বিমানবন্দর সড়কে যানবাহন আটকে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।