
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীর কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা হয়েছে। বিদেশি প্রতিষ্ঠানের সঙ্গে চূড়ান্ত চুক্তির আগ পর্যন্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহায়তায় নৌবাহিনী টার্মিনালটি পরিচালনা করতে পারে বলে একটি সরকারি সূত্র জানিয়েছে।
শনিবার (২৮ জুন) নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের উপস্থিতিতে চট্টগ্রাম বন্দরে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়।
সরকারের একটি ঘনিষ্ঠ সূত্র জানায়, বন্দরের সহায়তায় নৌবাহিনীর এনসিটি পরিচালনার বিষয়ে আলোচনা হয়েছে এবং আগামী দুই-তিন দিনের মধ্যে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “এনসিটি পরিচালনায় চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে বন্দর থেকে তা জানানো হবে।”
দেশের সবচেয়ে বড় এই টার্মিনালটি গত ১৭ বছর ধরে দেশীয় প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেক লিমিটেড পরিচালনা করে আসছে, যাদের চুক্তির মেয়াদ আগামী ৬ জুলাই শেষ হচ্ছে।
এদিকে, সংযুক্ত আরব আমিরাতের ডিপি ওয়ার্ল্ডের হাতে টার্মিনালটি ছেড়ে দেওয়ার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আগামী নভেম্বরে চুক্তি হওয়ার কথা রয়েছে। এই চুক্তির মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে বিশ্বব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। অন্তর্বর্তী এই সময়ে টার্মিনালটি পরিচালনার জন্যই নৌবাহিনীর কথা ভাবা হচ্ছে।
নৌপরিবহন উপদেষ্টা শনিবার সকালে বন্দর পরিদর্শনে যান। এ সময় তার সঙ্গে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদও ছিলেন। পরে বন্দর ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক সভায় তারা অংশ নেন, যেখানে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকীও উপস্থিত ছিলেন।
এই আলোচনা এমন এক সময়ে হলো, যখন বামপন্থী দলগুলোর ‘সাম্রাজ্যবাদবিরোধী দেশপ্রেমিক জনগণ’ নামের একটি প্ল্যাটফর্মের ব্যানারে বন্দর বিদেশিদের হাতে না দেওয়ার দাবিতে রোডমার্চ কর্মসূচি চলছে। শনিবার তাদের একটি সমাবেশ বন্দরের ৪ নম্বর ফটকের সামনে অনুষ্ঠিত হয়।