
চট্টগ্রামের রাউজানে বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের জনকল্যাণমূলক সরকারি প্রকল্প বাস্তবায়নে ‘নির্ভয়ে’ কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। দলীয় পরিচয়ে কেউ কাজে প্রভাব বিস্তারের চেষ্টা করলে তাকে জানানোর জন্যও পরামর্শ দেন তিনি।
শনিবার (২৮ জুন) বিকেলে রাউজানের গহিরায় নিজ বাড়িতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
জানা গেছে, রাউজানের ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানরা বর্তমানে পলাতক থাকায় নির্বাচিত ইউপি সদস্যদের মধ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানরা দায়িত্ব পালন করছেন। সম্প্রতি অভিযোগ ওঠে, কোনো কোনো ইউনিয়নে বিএনপির কিছু নেতাকর্মী ভারপ্রাপ্ত চেয়ারম্যানদের ওপর অন্যায় প্রভাব খাটিয়ে তাদের কাজে ব্যাঘাত সৃষ্টি করছেন এবং সরকারি ত্রাণ বিতরণে ভাগ বসানোর জন্য হুমকি দিচ্ছেন। এমন প্রেক্ষাপটেই গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এই মতবিনিময় সভার আয়োজন করেন।
এর আগে একই দিন সকালে তিনি এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা করেন এবং দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
সদস্য সংগ্রহ কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্থানীয় নেতাদের সতর্ক করে বলেন, “কোনোভাবেই নিপীড়নকারী আওয়ামী লীগের লোকজনকে দলে নেওয়া যাবে না। তবে কেউ যদি স্বৈরচারের নির্যাতন ও হামলা-মামলার শিকার হয়ে নিজের ও পরিবারের নিরাপত্তার বিবেচনায় ওই দলের সঙ্গে গা ভাসিয়ে চলেছিল, তাদের বিষয়টি বিবেচনায় নিতে হবে।”
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন রাউজান উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল হুদা। দলের নেতা ফিরোজ আহমদের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ছৈয়দ মন্জুরুল আলম, সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবের সুলতান কাজল, দিদারুল আলম, মিয়াজি জাহাঙ্গীর, মহিউদ্দিন জীবন, অ্যাডভোকেট এম. এ হাসেম, অ্যাডভোকেট ইমন, ইউছুপ তালুকদার, নুরুল আলম, এনামুল হক, হারুন রশিদ, কাজী মো. সরোয়ার খান, মোজাম্মেল চৌধুরী, আবদুল মান্নান, শেখ নাজিম প্রমুখ।