বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

ফটিকছড়িতে লোকালয় থেকে মায়া হরিণের শাবক উদ্ধার, ঠাঁই হলো চিড়িয়াখানায়

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ২৯ জুন ২০২৫ | ৪:২৮ অপরাহ্ন


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একটি লোকালয় থেকে মা-হারা মায়া হরিণের একটি শাবক উদ্ধার করা হয়েছে। রোববার সকালে উপজেলার সুয়াবিল গ্রাম থেকে অসুস্থ শাবকটিকে উদ্ধারের পর চট্টগ্রাম চিড়িয়াখানায় হস্তান্তর করা হয়।

স্থানীয়রা জানান, আব্দুল কুদ্দুছ শোভন নামের এক তরুণ শোভনছড়ি সংরক্ষিত বন সংলগ্ন লোকালয়ে হরিণ শাবকটিকে মুমূর্ষু অবস্থায় ঘুরতে দেখে উদ্ধার করেন। পরে তিনি বিষয়টি হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেন চৌধুরীকে জানান।

চেয়ারম্যানের মাধ্যমে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোজাম্মেল হক চৌধুরী শাবকটিকে তার কার্যালয়ে নিয়ে আসতে বলেন।

ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “হরিণ শাবকটি অসুস্থ থাকায় তাকে প্রাথমিক চিকিৎসা ও সেবা দেওয়া হয়। দুধ খাওয়ানোর পর কিছুটা সুস্থ হলে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভর সঙ্গে যোগাযোগ করি এবং তাদের কাছে হস্তান্তর করি।”

চট্টগ্রাম চিড়িয়াখানার কিউরেটর ডা. শাহাদাত হোসেন শুভ বলেন, “শাবকটি আমাদের তত্ত্বাবধানে রয়েছে। প্রাকৃতিক পরিবেশ থেকে বিচ্ছিন্ন হওয়ায় এটির জীবন বিপন্ন হওয়ার ঝুঁকি ছিল। চিড়িয়াখানার অনুকূল পরিবেশে রেখে তাকে বাঁচিয়ে তোলার সব ধরনের চেষ্টা করা হচ্ছে।”