বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চন্দনাইশে গুইসাপ শিকারের দায়ে ৩ জনের জরিমানা, বনে অবমুক্ত

একুশে প্রতিবেদক | প্রকাশিতঃ ৩০ জুন ২০২৫ | ৫:১১ অপরাহ্ন


চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার একটি বাজার থেকে পাঁচটি গুইসাপসহ তিন ব্যক্তিকে আটক করার পর তাদের জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৯ জুন) রাতে গুইসাপগুলো উদ্ধারের পর পটিয়ার একটি সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- মং ওয়াই মারমা (৫০), মং হ্লা অং মারমা (৪৮) ও পাই মং থুই মারমা (৪৫)।

বন বিভাগের পটিয়া রেঞ্জের বরগুনি বিট কর্মকর্তা মো. রহমত আলী জানান, বান্দরবান থেকে কয়েকজন গুইসাপ শিকারের জন্য চন্দনাইশে এসেছে, এমন তথ্যের ভিত্তিতে তারা রোববার রাতে চন্দনাইশ উপজেলার বড়মা ইউনিয়নের সৈয়দ বাজারে অভিযান চালান। সেখানে স্থানীয় পরিবেশবাদীদের উপস্থিতিতে ওই তিন ব্যক্তির কাছ থেকে দুটি পূর্ণ বয়স্ক এবং তিনটি ছোট আকারের কালো গুইসাপ উদ্ধার করা হয়।

রহমত আলী বলেন, “আটক তিন ব্যক্তি মূলত দরিদ্র। তারা জানিয়েছেন, খাওয়ার জন্যই গুইসাপগুলো ধরেছিলেন এবং দু-একটি বিক্রির জন্য বাজারে এনেছিলেন।”

পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ সময় আটক তিনজনকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিট কর্মকর্তা রহমত আলী জানান, জরিমানা পরিশোধ করার পর তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং উদ্ধার করা গুইসাপগুলো রাতেই পটিয়ার শ্রীমাই সংরক্ষিত বনে অবমুক্ত করা হয়েছে।