
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে মাদক সেবন এবং স্থানীয়দের মারধর করে শান্তি বিনষ্ট করার অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ জুন) দুপুরে উপজেলার লিচুবাগান এলাকায় অভিযান চালিয়ে তাকে এই দণ্ড দেওয়া হয়।
দণ্ডিত যুবকের নাম মো. লোকমান হোসেন (২৪)। তিনি চন্দ্রঘোনা-কদমতলি ইউনিয়নের লিচুবাগান এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও আনসার সদস্যরা তাকে সহায়তা করেন।
ইউএনও মো. কামরুল হাসান বলেন, “অভিযুক্ত ব্যক্তি নিজে মাদক সেবন করে আশপাশের মানুষকে মারধর করছিলেন। এতে পুরো এলাকায় একটা উত্ত্যক্ত পরিস্থিতি তৈরি হয়। আমরা খবর পেয়ে দুপুরে অভিযান চালিয়ে তাকে আটক করি।”
তিনি জানান, পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় লোকমান হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে এবং মাদক নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।