বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

লোহাগাড়ায় প্রবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলার অভিযোগ এলাকাবাসীর

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি | প্রকাশিতঃ ১ জুলাই ২০২৫ | ১২:২৫ পূর্বাহ্ন


চট্টগ্রামের লোহাগাড়ায় এক আমেরিকা প্রবাসী ও তার বোনের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে হয়রানি করাসহ বিভিন্ন গুরুতর অভিযোগ তুলে ধরে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।

সোমবার (৩০ জুন) সকালে উপজেলার সদর ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা এসব অভিযোগ করেন এবং হয়রানি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এলাকাবাসীর পক্ষে লিখিত বক্তব্যে আনোয়ার হোসেন অভিযোগ করেন, “মুন্সিপাড়ার বাসিন্দা আমেরিকা প্রবাসী সামসুদ্দিন আশরফ এবং তার বোন খাইরুনেচ্ছা তুচ্ছ বিষয় নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদে জড়ান এবং সমাজের প্রায় প্রত্যেক পরিবারের সদস্যদের নামেই হয়রানিমূলক মামলা করছেন।”

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, “কথিত নৌবাহিনী অফিসার সামশুদ্দিন আশরফ খান তার বাড়ির চারপাশে সিসি ক্যামেরা বসিয়ে প্রতিবেশীর বাড়ির নারীদের চলাফেরার দৃশ্য ধারণ করে তা বিভিন্ন জনের মোবাইলে পাঠাচ্ছেন।”

এসব অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত সামসুদ্দিন আশরফ ও তার বোন খাইরুনেচ্ছার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।