বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

চট্টগ্রামে ভেজাল ওষুধ উদ্ধার, গ্রেফতার ৩

| প্রকাশিতঃ ৬ ডিসেম্বর ২০১৭ | ৬:৪৩ অপরাহ্ন

চট্টগ্রাম: চট্টগ্রাম নগর থেকে বিপুল পরিমান ভেজাল ওষুধসহ তিনজনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার রাতে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের সাইকা ফার্মেসী থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ শহিদ উল্লাহ ওরফে সুমন, মোঃ শরীফুল ইসলাম মাসুদ, রাসেল বড়–য়া।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক হাবিবুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে এক্মি, এমএসটি ফার্মা, ডেল্টা ফার্মা, ল্যাব অ্যাইড ফার্মা ও সর্বশেষ ভার্গো ফার্মাসিউটিক্যালসের এরিয়া ম্যানেজার হিসাবে চাকরি করছিলেন শহিদ উল্লাহ। তার সাথে ২০১০ সালে দি এক্মি ল্যাবরেটরিজের চট্টগ্রাম মেডিকেল কলেজ এরিয়া ম্যানেজার জাকিরের সাথে পরিচয় হয়।

তিনি বলেন, পরবর্তীতে জাকির চাকরি ছেড়ে দিয়ে বিভিন্ন নামী-দামি ওষুধ কোম্পানীর ওষুধ নকল করা শুরু করে। শহিদ উল্লাহ পলাতক আসামি জাকিরের কাছ থেকে দীর্ঘদিন ধরে ভেজাল ওষুধ এনে চট্টগ্রাম শহর এলাকায় অন্য আসামিদের সতায়তায় সরবরাহ ও বিপনন করে আসছিল।